সিলেটে র্যাবের অভিযানে গাড়ী ২০ কেজি গাঁজাসহ ব্যাবসায়ীক গ্রেফতার
রাজন আহমেদ আরিয়ান,সিলেট প্রতিবেদকঃ সিলেটে র্যাবের অভিযানে গাড়ী ২০ কেজি গাঁজাসহ ব্যাবসায়ীক গ্রেফতার।
র্যাব সূত্রে জানায়ায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প), সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৫ ডিসেম্বর ২০২১) রাতে অভিযান চালায় সিলেট জেলার ওসমানীনগর থানাধীন শেরপুর টোলপ্লাজার দক্ষিণ পার্শ্বে মোঃ রুয়েল ইসলামের দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হতে সিপিসি-৩, চেকপোষ্ট সামনে একটি সাদা রঙয়ের পুরাতন প্রাইভেটকার দ্রুত গতিতে আসতে দেখে
প্রাইভেটকারটিকে সিগন্যাল দিলে তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারসহ একজন ব্যক্তিকে আটক করে। আটক করার পর উপস্থিত জনতার সামনে তার দেহ তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও তার নিজ হাতে প্রাইভেট কারের পিছনের বক্সের ভিতর থেকে বের করে দেয়া মতে- একটি বড় খাকি চটের বস্তায় ১০ টি খাকি রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজার পুটলা ৫টি প্যাকেটে ২০ কেজি। মাদক বহনের কাজে ব্যবহৃত চাবিসহ সচল ১টি সাদা রঙয়ের পুরাতন প্রাইভেটকার জব্দপূর্বক সিলেট এসএমপি এলাকার থানা জালালাবাদ, টুকের বাজার ইউনিয়নের আখালিয়া গ্রামের মৃতঃ মজনু মিয়া ছেলে মোঃ রুবেল(২৪)কে গ্রেফতার করে।
মাদক বিক্রি ও বহণ উদ্ধারকৃত গাড়ী বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ৩৬ (১) এর সারণি ১৯(গ)/৩৮ ধারা মূলে মামলা দায়ের পূর্বক সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।