চৌদ্দগ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Spread the love

মুহা. ফখরুদ্দীন ইমন: “বিট পুলিশিং এর জোয়ারে, পুলিশ জনতার দুয়ারে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়ন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম। শুভপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, বিট পুলিশ-৫ এর অফিসার এসআই লিটন চাকমা, বিট সহকারী অফিসার এএসআই ইয়াসিন, শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: হারুনুর রশিদসহ শুভপুর ইউনিয়ন নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়ন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সকলকে সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। সন্ত্রাস দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে সকলকে তিনি সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *