বিষ্ণুপুর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ ভূইয়াঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ৬নং বাঙ্গরা পূব ইউনিয়ন পরিষদ বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার বিকালে ৬নং বিট পুলিশিং কমিউনিটি কমিটির বাঙ্গরা বাজার থানা আয়োজনে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাঙ্গরা বাজার থানা এসআই কাজী মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬নং বাঙ্গরা পূব ইউনিয়ন পরিষদ নবীন চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুল ইসলাম সরকার। বিষ্ণুপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু কাউছার, মোঃ আবন মিয়া, আজাদ মীর, জামাল উদ্দিন, শফিকুল ইসলাম, আবুল খায়ের প্রমুখ। অভিভাবকদের উদ্দেশ্যে এসআই কাজী মোঃ শাহনেওয়াজ বলেন যে, আপনার সন্তান কার সঙ্গে মিশে, কোথায় যায়, কি করে সে বিষয়ে খোঁজ খবর রাখবেন। কোন কিশোর গ্যাং, বাইকার গ্যাং, মাদক, সন্ত্রাসী এবং জঙ্গি থাকবে না। বাঙ্গরা বাজার থানা এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী আমরা সবাই ওয়াদা করবো যে, কোন ইভটিজিং, কোন মাদক, কোন সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী কাজকে প্রশ্রয় দিবো না। যে যে ধর্মেরই মানুষ হইনা কেন সন্তানকে সেই ধর্মের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে। যে সব সন্তানেরা বিপথে গেছে তাদেরকে খেলাধুলার মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে এবং তাদের মনোনশীলতা বৃদ্ধি করতে হবে যাতে করে প্রত্যেকটি সন্তান যেন দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে।