সোনালী লাইফ ইন্স্যুরেন্স জীবন সুখের জীবন

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে সততা ও নিষ্ঠার সাথে সারাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন ও নিয়ন্ত্রিত”। ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানি। ৪র্থ প্রজন্মের ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে বাংলাদেশের প্রথম এবং একমাত্র অতিদ্রুত সময়ে “বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন” কর্তৃক IPO অনুমোদন প্রাপ্ত হয়ে দাপটের সাথে শেয়ার বাজারে প্রবেশকারী, সবোর্চ্চ বোনাস/লভ্যাংশ প্রদানকারী এবং বাংলাদেশে বিশ্বের সর্বাধুনিক স্বয়ংসম্পুর্ণ ERP software ব্যবহারকারী, পূর্ণাঙ্গ তথ্য ও প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি (বাংলাদেশ একমাত্র 100% Digital Life Insurance ) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ২০২১ সালে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজমেন্ট সিস্টেম সবচেয়ে ভালো ও টেকসই হওয়ায় “এক্সপার্ট ম্যানেজমেন্ট এবং “টেকসই বীমা কোম্পানি” হিসেবে একসাথে ২টি বিভাগে Award অর্জনকারী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে সততা ও নিষ্ঠার সাথে সারাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছেন এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শতভাগ কমিটমেন্ট রক্ষায় বদ্ধপরিকর। উক্ত কোম্পানিতে প্রত্যেকে একটি করে “স্বাস্হ্য বীমা” পলিসি করি এবং ভাবনামুক্ত ভবিষ্যত গড়ি। এই পলিসিতে সঞ্চয় জমার পাশাপাশি মৃত্যু ঝুঁকি ছাড়াও আছে ২৫টি জটিল রোগের কাভারেজ(CIC (১.৫ লক্ষ -৫.০ লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তা),সড়ক দুর্ঘটনার কাভারেজ(EPA),অঙ্গহানি ও প্রিমিয়াম মওকুফের (WP) সুযোগ এবং অন্যান্য সুবিধার মধ্যে আছে ADB,HI,DIAB,PDAB ইত্যাদি সহযোগী বীমা সুবিধা। তাছাড়া যেকোন সময় আমাদের মৃত্যুও হতে পারে,সে ঝুঁকি তো আছেই। আমরা কিন্তু কেউ জানি না , কখন কার জীবনে উক্ত ঘটনা গুলির মধ্যে একটি ঘটে যায় , আর যদি কারো জীবনে ঘটেও যায় ,তাহলে ঐ আপদ-কালিন সময়ে এককালীন আর্থিক সহায়তা নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আপনার পাশে থাকবে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর কমিটমেন্ট অনুযায়ী সবোর্চ্চ ৭ কর্মদিবসের মধ্যে আপনি কোন প্রকার শর্ত,হয়রানি বা গড়িমসি ছাড়াই অনলাইনে সরাসরি হেড অফিস থেকে নিজ/গ্ৰাহক মৃত্যুবরণ করলে নমিনীর ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন ক্লেম এর টাকা। তাছাড়া মেয়াদ পুর্তির টাকা মেয়াদ পুর্তির দিনই আকষর্ণীয় বোনাস সহ আপনার নিজস্ব একাউন্টে পেয়ে যাবেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডি জি টা ল লাইফ ইন্স্যুরেন্স এর ডি জি টা ল সমাধান। “সোনালী জীবন সুখের জীবন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *