মুরাদনগরে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক
মুরাদনগর প্রতিবেদক: বিশ কেজি গাঁজাসহ স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। মঙ্গলবার রাত ৩ টায় কোম্পানীগঞ্জ হাসান ব্রিক্সে এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুরাদনগর উপজেলা কৈশার গ্রামের সানু মিয়ার ছেলে স্বপন (৩৫) । সূত্র জানায় মাদকের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা- ব্রাক্ষণবাড়িয়া মহাসড়কের হাছান ব্রিক্সের সামনে রাস্তার উপর অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী স্বপন অজ্ঞাত মাদক কারবারীর কাছে চালানটি গাড়ীতে তুলে দিতে রোড়ের উপর অপেক্ষা করার সময় তাকে আটক করা হয়।
মুরাদনগর থানা ওসি আবুল হাসিম বলেন, মাদককে জিরো টলারেন্সে রাখতে মুরাদনগর থানা পুলিশ সর্বদা তৎপর। স্বপনের বিরুদ্ধে ব্রাক্ষণপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।