মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
এম কে আই জাবেদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে ।০১/০১/২০২২ইং শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুরাদনগর উপজেলার ইউনিয়ন থেকে আওয়ামী লীগের যারা মনোনয়ন পেলেন:
১ নং শ্রীকাইল ইউনিয়ন মোঃ ইকবাল বাহার, ২ নং আকবপুর ইউনিয়ন মোঃ বাবুল আহমেদ মোল্লা, ৩নং আন্দিকোট ইউনিয়ন মোঃ ওমর ফারুক সরকার, ৪নং পূর্ব ধইর পূর্ব ইউনিয়ন শুকলাল দেবনাথ, ৫নং পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন শরীফুল ইসলাম, ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়ন শফিকুল ইসলাম, ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন রুহুল আমিন, ৮নং চাপিতলা ইউনিয়ন আবু মুছা আল কবির, ৯ নং কামাল্লা ইউনিয়ন মোঃ আবুল বাশার খান, ১০নং যাত্রাপুর ইউনিয়ন মোঃ আবুল কালাম আজাদ, ১১নং রামচন্দ্রপুর (দঃ) ইউনিয়ন আঃ লতিফ সরকার, ১২ নং রামচন্দ্রপুর উঃ ইউনিয়ন মোঃ নাজমুল হক (নাজিম), ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন মোঃ জহিরুল ইসলাম, ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়ন মোঃ জাকির হোসেন, ১৬ নং ধামঘর ইউনিয়ন মোঃ আঃ কাদির, ১৭নং জাহাপুর ইউনিয়ন এ কে এম সফিকুল ইসলাম, ১৮ নং ছালিয়াকান্দি মোঃ আলি উল্লাহ সরকার (ছোটন), ১৯নং দারোরা ইউনিয়ন মোঃ কামাল উদ্দিন খন্দকার, ২০নং পাহাড়পুর ইউনিয়ন মোঃ আঃ সামাদ মাঝি, ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন মোঃ জাকির হোসেন মুন্সি, ২২নং টনকি ইউনিয়ন থেকে মোঃ আনিসুর রহমান সরকার।
ষষ্ঠ ধাপে মুরাদনগর উপজেলার ২২ টি ইউনিয়নের মধ্যে ২১টি সহ সারা দেশে ২০৯ টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ শে জানুয়ারি। তফসিল অনুযায়ী ০৩ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৪ জানুয়ারি। এই ধাপে সকল ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ ইভিএম পদ্ধতিতে নেওয়া হবে।