আন্দিকোট ইউনিয়নের ৪,৫ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সালমা আক্তার মনোনয়ন পত্র পত্যাহার
আবুল কালাম আজাদঃ মনোনয়ন পত্র পত্যাহার করে নিয়েছেন ৩নং আন্দিকোট ইউনিয়নের ৪,৫ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সালমা আক্তার।
রবিবার(১০-০১-২০২২) বিকালে আন্দিকোট, শ্রীকাইল, চাপিতলা ও আন্দিকোট ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১, রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচনি কর্মকর্তা কামরুল হাসান কার্যালয় থেকে ওই প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
সালমা ইসলাম জানায়, যাচাই বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে উত্তির্ন হই। কিন্তু আমার ব্যক্তিগত সমস্য এবং পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাড়ানো নিমিত্বে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। সংরক্ষিত-০২(প্রার্থী)। ৩নং আন্দিকোট ইউনিয়নের ৪,৫ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সালমা আক্তার। ভোটার নং-১৯১৮১১১৫৩৫০১৭। সংযুক্তি ৫ম খন্ডের (মনোনয়ন পত্র ফম।
আন্দিকোট, শ্রীকাইল, চাপিতলা ও আন্দিকোট ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১, রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচনি কর্মকর্তা কামরুল হাসান জানান, মনোনয়ন পত্র পত্যাহার করে নিয়েছেন ৩নং আন্দিকোট ইউনিয়নের ৪,৫ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সালমা আক্তার।