কাজিয়াতলে বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ছড়ি বিতরন
গত ১১ই জুন ২০২২, শনিবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুর রহমান-নূরজাহান বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবন্ধী দরিদ্র মানুষদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার, অসহায় বয়স্ক মানুষদের চলাচলের সুবিধার্থে হাতের ছড়ি এবং মাদ্রাসার ছাত্রদের জন্য ৪০ জিল পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রহমান-নূরজাহান বেগম ফাউন্ডেশন এর সহ-প্রতিষ্ঠাতা উনাদের সুযোগ্য সন্তান জনাব হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন খন্দকার এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনুছ মিয়া, কাজিয়াতল গ্রামের সমাজ সেবক জনাব শাহজাহান সরকার বাবুল সহ গ্রামের বিভিন্ন পেশার লোকজন । অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মরহুম আবদুর রহমান এবং নুরজাহান বেগমের কনিষ্ট পুত্র আমেরিকা প্রবাসী প্রকৌশলী জনাব শামসুজ্জামান ।