শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ

Spread the love

মোঃ হাফিজুর রহমান সাতক্ষীরা  প্রতিবেদক:  ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে অসহায়, বানভাসি ও দুস্থদের মাঝে আন্তর্জাতিক অলাভজনক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি (পিএলডিএস) এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৯জুলাই) সকাল থেকে কাশিমাড়ীর ঘোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং কাশিমাড়ী নতুন বাজার চত্বরে কাশিমাড়ী একতা রক্তদান সংস্থার বিতরণ সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ, পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি (পিএলডিএস) এর পক্ষে প্রকল্প সমন্বয়কারী মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প সুপারভাইজার মোঃ ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক খোকন সানা, আব্দুল কাদের, মহিদুল ইসলাম,  ইউপি সদস্য গাজী রাজগুল ইসলাম প্রমুখ। এসময় তিন শতাধিক বানভাসি পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, এবং খাবার স্যালাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *