চাঁদপুরে করোনা আক্রান্ত ১৫শ’ ছাড়ালো

Spread the love

মোঃ বিপ্লব সরকার। চাঁদপুর আরো ৩০জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১হাজার ৫শত ১৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জনে। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোট ৭৮টি রিপোট আসে। তারমধ্যে ৩০টি রিপোট পজেটিভ আসে। বাকি ৪৮ টি রিপোট নেগেটিপ। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২২জন, মতলব উত্তরে ১জন, ফরিদগঞ্জে ১জন, হাজীগঞ্জে ৩জন, কচুয়ায় ১জন এবং শাহরাস্তিতে ২জন। জেলায় ১হাজার ৫শত ১৯জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছেঃ চাঁদপুর সদরে ৫শত ৭৪জন, মতলব দক্ষিণে ১শত ৬৯জন, শাহরাস্তিতে ১শত ৫৭জন, হাজীগঞ্জে ১শত ৫১জন, ফরিদগঞ্জে ১শত ৭৫জন, হাইমচরে ১শত ১৪জন, কচুয়ায় ৬৯জন এবং মতলব উত্তরে ১শত ১০জন। চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭১জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৯জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *