কোতয়ালী পুলিশের মানবিকতায়,বৃদ্ধা মহিলা পেল আশ্রয়
কুমিল্লা প্রতিবেদকঃ
কুমিল্লা কোতয়ালী থানাধীন কান্দিরপাড় ফাঁড়ি পুলিশের সহায়তায় বৃদ্ধা মহিলা শেষ আশ্রয় মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে । পলিশ সূত্রে জানা যায় গত ১২জুলাই রাজগঞ্জ বাজার সংলগ্ন ডাচ বাংলা বুথের বিপরীত পাশে নাম ও ঠিকানা বিহীন একটি বৃদ্ধা মহিলা বয়স আনুমানিক (৫০) একটি দোকানের সামনে বসে আছে সংবাদ পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ শামীম সংগীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছে বৃদ্ধ মহিলাটি মনুষ্য ভারসাম্যহীন অব্স্থায় দেখিয়া তাৎক্ষনিক তাহাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে ভতি করে চিকিৎসার ব্যবস্থা করেন। বৃদ্ধা পরিচয় জানার জন্য মহিলার ভাষ্যমতে ওই এলাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি পরিচয় এবং সন্ধান না পাইয়া অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা ও কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ওসি) নির্দেশে বৃদ্ধা মহিলাটিকে জেনারেল হাসপাতাল কুমিল্লা চিকিৎসা যাবতীয় ব্যবস্হা গ্রহন করা হয়।বৃদ্ধা মহিলার আত্বীয় স্বজনের কোন সন্ধান না পাওয়ায় উপজেলা নিবাহী অফিসারের অনুমতি নিয়ে কান্দির পাড় পুলিশ ফঁাড়ির এস আই মোহাম্মদ শামীম সংগীয় ফোসসহ মহিলাটিকে সরকারি আশ্রয় কেন্দ্র মিরপুর ঢাকার উপ সহকারী পরিচালকের নিকট হস্তান্তর করেছেন ।