কুমিল্লা দক্ষিণ চর্থা ৯৫০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় দুই জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২। র্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানাযায়, আটককৃতরা মাদক ব্যবসায়ীরা দক্ষিণ চর্থা গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মোঃ নাছির উদ্দিন (৪০) এবং একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মোঃ জুম্মন মিয়া (৩০)। এসময়ে তাদের কাছ থেকে সর্বমোট ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাব অভিযান অব্যাহত থাকবে।