চাঁদপুরে ৭ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুরে অভিযান চালিয়ে ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। রোববার দুপুর ২টায় মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া গ্রামের একটি বাড়ি থেকে জালগুলো জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্টগার্ডের চাঁদপুর স্টেশানের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অলিদুজ্জামানের সমন্বয়ে জেলার উত্তর মতলব থানার মেঘনা নদীর সংলগ্ন ইনদুরিয়া গ্রামের মোক্তার হোসেনের ঘরে অভিযান চালানো হয়। অভিযানে ২০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য টাকা ৭ কোটি। জব্দকৃত কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়। চাঁদপুর কোস্টগার্ডের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান জানান, মৎস সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *