চাঁদপুরের হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকারঃ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ পৌর এলাকার মিঠানিয়া ব্রীজ সংলগ্নে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ২৯ জুলাই বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। স্থানীয় বাসিন্দারা জানান, অজ্ঞাত যুবকের বয়স ৩০ বছর হবে। সকাল সাড়ে ৮টায় ইকবাল মজুমদারের বালুমহালের ম্যানেজার মহিন উদ্দিন এসে মৃতদেহ দেখতে পায়। তিনি জানান, প্রতিদিন সন্ধ্যায় বালুমহাল বন্ধ করে চলে যাই। সরজমিনে দেখা গেছে, ইকবাল মজুমদারের বালুমহলে এ ঘটনা ঘটে। মরদেহের পাশে তিনটি জুতা ও দুইটি মাস্ক রয়েছে। পুলিশ জানায়,যুবককে ইট দিয়ে আঘাত করা হয়েছে। হত্যাকান্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, পুলিশের তদন্ত টিম পিবিআই আসছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *