চাঁদপুরে আসন্ন ঈদুল আযহায় ৭০৪ মে. টন চাল বরাদ্দ

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকারঃ চাঁদপুরে ২০২০- ২০২১ অর্থবছরের আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বন্যা ও অতি দরিদ্র ও অন্যান্য অসহায় পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় এ জেলার ৮ উপজেলায় ৭০,৪১৮টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৭০৪.১৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার ২৯ জুলাই চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে এ তথ্য জানা গেছে। চাঁদপুর জেলা প্রশাসন এর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে জানা গেছে , আসন্ন ঈদুল আযহা এর পূর্বে ঔসব খাদ্য বিতরণের নির্দেশ প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে চাঁদপুর সদরে ১০,৯৭৭ টি কার্ডের বিপরীতে ১০৯ .৭৭০ মেট্রিক টন,ফরিদগঞ্জে ৯,৮৮৫ কার্ডের বিপরীতে ৯৮ .৮৫০ মেট্রিক টন , হাইমচরে ৩,২৮১ টি কার্ডের বিপরীতে ৩২.৮১০ মেট্রিক টন , হাজীগঞ্জ ৯,৬২২টি কার্ডের বিপরীতে ৯৬ .২২০ মেট্রিক টন, কচুয়ায় ১২,৬৯৩ টি কার্ডের বিপরীতে ১২৬ মেট্রিক টন,মতলব উত্তরে ১০,২৮৫ টি কার্ডের বিপরীতে ৭৭ . ৫৬০ মেট্রিক টন,মতলব দক্ষিণে ১০, ২৮৫ টি কার্ডের বিপরীতে ১০২.৮৫০ মেট্রিক টন ও শাহরাস্তিতে ৫,৯১৯টি কার্ডের বিপরীতে ৫৯.১৯০ মেট্রিক চাল ইতিমধ্যেই বরাদ্দ প্রদান করা হয়েছে। কমপক্ষে চারটি শর্ত পূরণ করে স্ব স্ব ইউনিয়নের অতি দরিদ্র লোকদের মধ্যে বরাদ্দ প্রদান করতে হবে বলা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *