গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ক্যাডেটদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান
Spread the love
মোহাম্মদ বিপ্লব সরকারঃ ঐতিহ্যবাহী গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে বুধবার ২৯ জুলাই সকাল ১০.০০টায় বাংলাদেশ জাতীয় ক্যাডেটকোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ৭জন ক্যাডেটকে কোভিড- ১৯ মহামারীর কারনে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রাপ্ত ক্যাডেটগণ হচ্ছে মো. আরিফ, মো. হারুন, মো. শাহরি আলম, নাহিদ হোসেন, জামেলি আক্তার, লিমা রানী শীল ও সাবরিনা হেলেন কথা। ক্যাডেটবৃন্দ কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেববুল্লাহ খান এর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন। কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেববুল্লাহ খান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আর্থিক সহায়তা প্রদানের জন্য ময়নামতি রেজিমেন্টসহ বিএনসিসির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষৎতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ মহামারীর সময় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয় কলেজের বিএনসিসি ইউনিট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছিল এবং করছে বলে তিনি স্মরণ করেন। ময়নামতি রেজিমেন্টের এ আর্থিক সহায়তায় বিএনসিসির গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয় কলেজের ক্যাডেটগণ কোভিড-১৯ এ মহামারী সময়ে উপকৃত হবে বলে তিনি বিশ্বাস করেন। আর্থিক সহায়তা অনুষ্ঠানে লে. (বিটিএফও) জনাব মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় কলেজের উপাধ্যক্ষ জনাব মো. মুনীর চৌধুরী, পরিসংখ্যান বিষয়ের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. দেলোয়ার হোসেন, ভূগোল বিষয়ের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মো. দেলোয়ার হোসেন, গণিত বিষয়ের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব পিযূষ কান্তি পাল, ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মো. ইকবাল হোসেন চৌধুরী, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব গৌরী রানী সাহা, পদার্থবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব সুরেশ^র বনিক ও অন্যান্য বিভাগীয় প্রধানগণ।