দি কুমিল্লা টাইমস এর পক্ষ থেকে দেশের সকলকে ঈদের শুভেচ্ছা
ষ্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লাসহ দেশের সকলকে দি কুমিল্লা টাইমস এর সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। করোনার ভাইসের কারনে সারাবিশ্ব এখন প্রায় অচল অবস্থায় রয়েছে। এবার আমরা ঘরে বসেই ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাইকে নিয়ে ঈদ উদযাপন করবো। করোনা ভাইরাস কারনে ঈদের নামাজে আসার সময় মাস্ক ব্যবহার করবেন, জায়নামাজ বাসা থেকে সাথে নিয়ে আসবেন এবং নামাজ শেষে কোলাকুলি করবেন না। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবেন। সবাইকে আবারো পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের সুস্বাস্থ্য কামনা করে ঈদের শুভেচ্ছাসহ মোবারক।