নিখোঁজের দুইদিন পর বিল থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
মোঃ বিপ্লব সরকারঃকচুয়ার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াৎপুর গ্রামের পূর্ব পাশের বিলের মাঝখান থেকে নিখোঁজের দুইদিন পর স্কুল ছাত্রী কামরুন্নাহার মিশুর(১৪) লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। মিশু বড় হায়াৎপুর গ্রামের আবু হানিফের কন্যা। সে স্থানীয় চাঁদপুর এমএ খালেক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মিশুর পরিবারের সদস্যরা জানান, মিশু গত ৩১ জুলাই শুক্রবার বিকেলে বাড়ির পাশে গরুর ঘাস কাটতে যায়। সন্ধ্যা হয়ে আসলেও মিশু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করতে শুরু করে। কিন্তু তার কোথাও তার হদিস পাওয়া যায়নি। পরে মিশুর মামা ইকবাল হোসেন মিশুকে না পাওয়ার বিষয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন (নং-১২)। রবিবার দুপুর ১২টার দিকে মিশুর লাশ উক্ত বিলে মাঝে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুঁটে গিয়ে মিশুর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত মিশুর লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মামলা দায়েদের প্রস্তুতি চলছে।