চাঁদপুরের ফরিদগঞ্জে কলেজ শিক্ষার্থী ইতি’র লাশ উদ্ধার
মোহাম্মদ বিপ্লব সরকার : ফরিদগঞ্জে আসমা আক্তার ইতি (১৭) নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ৩ আগস্ট ভোররাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রাম থেকে তার লাশ উদ্ধারের পর সকালে ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করেছে পুলিশ। সে ষোলদানা গ্রামের মাহবুব আলমের মেয়ে। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে ছিলো তৃতীয়। এব্যাপারে তার ভাই মাসুদ হাসান বাদী হয়ে সোমবার সকালে একটি ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ইতির ভাই মাসুদ হাসান ও চাচা আব্দুর রহমান জানান, ইতি গল্লাক আর্দশ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী। তার সাথে সম্প্রতি প্রবাসী এক ছেলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ধারনা করা হচ্ছে ওই ছেলের সাথে অভিমান করে সে রোববার গভীর রাতে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে সংবাদ দিলে রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে আসে। ইতি চার ভাই-বোনের মধ্যে সে ছিলো তৃতীয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, সোমবার সকালে লাশের ময়ন তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।