ঈদে ঘরে ফেরা মানুষে ঢল চাঁদপুর লঞ্চঘাটে॥ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার : পবিত্র ঈদুল আজহা শেষ ঘরে ফেরা মানুষের ঢল চাঁদপুর ল্ঞ্চঘাটে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব। যাত্রীদের ভীরে লঞ্চগুলোতে জীবানুনাশক স্প্রে থাকলেও যাত্রীদের জীবানু মুক্ত করে লঞ্চে প্রবেশ করতে পারছে না লঞ্চ কর্তৃতপক্ষ। যাত্রীরা কে কার আগে লঞ্চে প্রবেশ করবে তানিয়ে হুড়োহুড়ি করছে। মনে হচ্ছে করোনা নামক ভাইরাসটি উধাও হয়ে গেছে। ঘাটে আগত অধিকাংশ যাত্রীদের মুখে দেখা যায়নি মাক্স। চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে মোট ১৩ টি লঞ্চ। প্রতিটি লঞ্চেই ছিল ধারনক্ষমতার অতিরিক্তি যাত্রী। আইনর্শঙ্খলাবাহিনি নিয়োজিত থাকলেও তারা নিরুপায়। এদিকে, চাঁদপুর লঞ্চঘাটে আগত বোগদাদিয়া-৭ লঞ্চটি ধারনক্ষমতার অতিরিক্তি যাত্রী নিয়ে নোঙ্গর করে। লঞ্চের ছাদেও যাত্রীদের ভীল লক্ষ করা যায়। এছাড়া অতিরিক্ত যাত্রী নিয়ে সকাল থেকে দুপুর একটা পযর্ন্ত ঢাকা থেকে চাঁদপুর এসেছে লঞ্চ এম ভি সোনার তরী-২,এমভি ইমাম হাসান, বোগদাদীয়া ৭ আবে জম জম-১, এমভি মিতালী ৭সহ ১০ টি লঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *