রূপগঞ্জে সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক ভোরের কাগজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলামের বড় ছেলে ঢাকাস্থ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের ছাত্র রিফাত হাসানকে (২২) গত ১ আগষ্ট বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে।এ ঘটনায় সোমবার (৩ আগষ্ট) নিহত রিফাত হাসানের বন্ধু এজাহার নামীয় আসামি তারাবো পৌরসভার বরপা গ্রামের মাইনউদ্দিনের ছেলে রিফাত ভুঁইয়াকে(২৩) গ্রেফতার করেছে পুলিশ। নিহত রিফাত হাসানের বাড়ি রূপগঞ্জের গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামে। সে তারাবো পৌরসভার বরপা মামার বাড়িতে বসবাস করে লেখাপড়া করে আসছিলো। পুলিশ জানায়, গত ৩১জুলাই রাতে রিফাত হাসানকে বাড়ি থেকে তার বন্ধু রিফাত ভুঁইয়া ডেকে নেয়। পরে রিফাত হাসানের মামা আসলাম ভুঁইয়াকে বরপা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাহিদ(২৫)মোবাইল ফোনে জানায়, রিফাত হাসান তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। আসলাম বিষয়টি দেখবেন এবং অন্যায় করে থাকলে রিফাত হাসানের বিচার করবেন বলে তিনি মোবাইল ফোনে তাকে জানান। এক পর্যায়ে সে মোবাইলের লাইন কেটে দেয়। পরে রূপগঞ্জের কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুত্বর আহত অবস্থায় ভর্তি করা হয় রিফাত হাসানকে। রিফাত হাসানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত হাসানের মৃত্যু হয়। রিফাত হাসানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে রিফাত হাসানের বাবা দৈনিক ভোরের কাগজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম বাদি হয়ে ৫জনকে নামীয় ও ৪-৫জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহার নামীয় রিফাত ভুঁইয়াকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেন। আদালত  ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, রিফাত হাসান হত্যা মামলার আসামি রিফাত ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *