চাঁদপুর শহরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ত্রি মুখি সংঘর্ষ।।আহত ৫
মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুর শহরে বেপরোয়া মাছ বুঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল, সিএন জি স্কুটার ও রিক্সার মধ্যে ত্রী মুখি সংঘর্ষ হয়েছে। এ দুঘটনায় ৫ জন আহত হয়েছে।ট্রাক চালক কে ট্রাফিক পুলিশ আটক করে থানায় হস্তান্তর করেছে। দুঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর শহরের নতুন বাজার -পুরান বাজার ব্রিজের পালবাজার এলাকায়। ট্রাক চালক কেফায়েত উল্লাহ জানান, হাতিয়া থেকে ইলিশ মাছের চালান নিয়ে সে বড় স্টেশন মাছ ঘাটে যাচ্ছিল। বৃস্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি যার ফলে এ দুঘটনা।স্হানীয়রা জানায়,ঢাকা মেট্রো ন ১১-৯৪৬৪ মাছ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে চাঁদপুর ল ১১-১৬২৩ মোটর সাইকেল আরোহিকে ধাক্কা দেয়। মোটর সাইকেলটি ট্রাকের সামনের চাকার নিচে আটকা পরে। মোটর সাইকেল আরোহি রিপন (৩৮)কে স্হানীয়রা আহতবস্হায় উদ্ধার করে। একই সাথে চাঁদপুর থ ১১- ৬৫৯২ সি এন জি স্কুটার ও একটি রিক্সা কেও ধাক্কা দেয়। এতে রিপন (৩৮),খোরশেদ আলম (৪০),কালু (৩২)ও মিজান (৫৯) সহ ৫ জন আহত হয়।এদের কে স্হানীয়রা উদাধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।ট্রাক চালক কেফায়েত উল্লা কে আটক করে থানা কাজতে রাখা হয়েছে।