হাইমচরে অস্বাভাবিক জোয়ারের পানিতে বেরিবাঁধ ভাঙ্গন, হাইমচর উপজেলা সহ সেচ এলাকা পানিতে তলিয়ে গেছে

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার : আকষ্মিক জোয়ারের পানিতে হাইমচর উপজেলার মহজমপুর, চরভাঙ্গা, এলাকায় চাঁদপুর সেচ প্রকল্পের বন্যানিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে গেছে, বন্যা নিয়ন্ত্রন (বেড়ীবাঁধ) বাঁধ ভেঙ্গে সেচ প্রকল্পে জোয়ারের পানি প্রবেশ করায় সমগ্র হাইমচর উপজেলা সহ সেচ প্রকল্প এলাকা তলিয়ে গেছে। এছাড়া অস্বাভাবিক জোয়রের ফলে হাইমচরের সিআইপি বেড়ীবাঁধ বাহিরের এলাকা সহ চরঞ্চল এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিউন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান আকষ্মি এবং অস্বাভাবিক জোয়ারের ফলে পানি বৃদ্ধি পাওয়ায় হাইমচর মহজমপুর, চরভাঙ্গা স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে সেচ প্রকল্প এলাকায় জোয়ারের পানি প্রবেশ করছে। ভাঙ্গন এলাকা বাঁধ নির্মানে আমরা জরুরী ব্যাবস্থা গ্রহন করছি। বেড়ীবাধ বাহিরে থাকা ঘর বাড়ি, ফসলী জমি, মাছের ঘপর, ঝিল, পুকুর, ঘর বাড়ী হাট বাজার এবং বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *