মালিপাড়া গ্রামে প্রবাসী মনির মিয়ার ঘরে আগুন

Spread the love

রবিউল হক-হিমু,বাঙ্গরাবাজার প্রতিবেদকঃ মালিপাড়া গ্রামে বাড়িতে আগুন লেগে বসত বাড়ি পোড়ে ছাই । বুধবার (৫ ই আগস্ট) রাত প্রায় দেড়টার দিকে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার মালিপাড়া গ্রামে প্রবাসী মনির মিয়ার ঘরে আগুন লাগে। মনির মিয়ার স্ত্রী বিলকিস বেগম ও তার দুই সন্তান বাবার বাড়িতে বেড়াতে যায়।এই খবর পেয়ে পার্শ্ববর্তী গ্রাম হাটাশ থেকে মনির মিয়ার স্ত্রী ও বিলকিস বেগমের বড় ভাই কবির ছোটে আসে। ঘটনার বর্ননা দিতে গিয়ে মনিরের বড় ভাই লিটন বলেন পাশের বাড়িতে থাকা বোরহান উদ্দিন আগুন আগুন বলে চিৎকার করলে আশেপাশের মানুষ সজাগ হয়ে আগুন নিবানোর চেষ্ট করলে ততক্ষণ ঘরটি পোড়ে ছাই হয়ে যায়। মনিরের বড় ভাই লিটন বলেন ঘরে থাকা সব কিছু পোড়ে গেছে, সামান্য কিছু বের করার সুযোগ হয়নি। ঘরে থাকা আসবাবপত্র, ফ্রীজ,ল্যাপটপ, খাদ্য,নগদ অর্থ সব মিলে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা যায়। মনিরের স্ত্রী বলেন আমার বাবার বাড়ি খুব কাছে হওয়াতে সন্তানদের নিয়ে ঈদের সময় বেড়াতে যাই।আমার শরীরের পোশাক ছাড়া হাতে আর কিছু রইল না! সখের বসে জোড়ানো নিমিষেই সব কিছু পোড়ে যাই হয়ে গেলো।সন্তানদের নিয়ে থাকার ঘরটি ছাড়া আর কোন ঘর ছিল না।সব কিছু হারিয়ে মনিরের স্ত্রী বাকরোধ হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *