সলপা খালে রড বোঝাই ট্রলার ডুবে শ্রমিক নিহত
বাঙ্গরা বাজার থানা প্রতিবেদকঃ সলপা বড় ব্রিজের পশ্চিম পাশে খালে রড বোঝাই ট্রলার ডুবে শ্রমিক নিহত হয়েছে।গতকাল শুক্রবার সকালে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা সলপা গ্রামের খালে রড বোঝাই ট্রলার ডুবে সবুজ নামে এক ট্রলার শ্রমিক মারা গেছে। নিহত সবুজ (২২) উপজেলার সলপা গ্রামের নজরুল ইসলামের ছেলে।বাঙ্গরা বাজার থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজার থেকে রড বোঝাই করে সলপা গ্রামের খালের উপর দিয়ে যাবার পথে সলপা খালে ওই রড বোঝাই ট্রলারটি কাত হয়ে পানি তলিয়ে যায়।এসময় রডের নিচে চাপা পরে পানিতে ডুবে মারা যান শ্রমিক সবুজ।বাঙ্গরা থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, স্থানীয় লোকজন ও পুলিশ সহায়তায় নিহত সবুজের লাশ উদ্ধার করা হয়েছে। সবুজের লাস তার পরিবারিক কাছে হস্থান্তর করে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।