কুমিল্লার তিতাসের মাছিমপুর বাজারে সিটি ব্যাংক এজেন্ট শাখার শুভ উদ্বোধন
হালিম সৈকত:কুমিল্লার তিতাসের মাছিমপুরে সিটি এজেন্ট ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে। ১০ আগস্ট ২০২০ খ্রি. সকাল সাড়ে ১০ টায় মোমেনা সুপার মার্কেটে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ ফরিদা ইয়াসমিন, তিতাস থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম। এ সময় পারভেজ হোসেন সরকার বলেন, তিতাস- হোমনার এমপি সেলিমা আহমাদ মেরী এমপি আসার কথা থাকলেও তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় আসতে পারেন নি। তবে মাঝ রাতে তিনি, মাদকের বিরুদ্ধে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা গ্রাম হবে শহর, আজকের এই ব্যাংক উদ্বোধন তারই উদাহরণ।তিতাসকে মাদক মুক্ত করতে হলে সকলে ঐক্যবদ্ধভাবে মাদক ব্যবসায়ী. প্রতিহত করতে হবে।ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম বলেন, তিতাসকে মাদকমুক্ত করতে যা যা প্রয়োজন তাই করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক সিন্ডিকেট যত শক্তিশালীই হোক তা উপরে ফেলা হবে। এ সময় তিনি সাংবাদিকসহ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।সিটি ব্যাংকের ম্যানেজিং এসোসিয়েট মোঃ ইফতেখার আহমদ এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, মাছিমপুর বাজার কমিটির সভাপতি আঃ বাতেন সরকার রেনু মিয়া, ৫ নং কলাকান্দি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মাছিমপুর সিটি ব্যাংক এজেন্ট শাখার পরিচালক গাজী মোঃ শাহজালাল, সাবেক মেম্বার মনসুর আলী, মনিরুল ইসলাম, সিটি এজেন্ট ব্যাংকের এজেন্ট মনিটরিং অফিসার মোঃ সুজন আলী ও মোঃ সহিদ উল্লাহ প্রমুখ।