গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজ জাতীয় শোক দিবস পালিত

Spread the love

শহিদুল ইসলাম খোকন,গাইবান্ধাঃ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত গাইবান্ধায় সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজ শ্রদ্ধাভরে দিবসটি পালন করেন। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের জাতীয় দিবস উৎযাপন উপ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র সহকারী শিক্ষক এবিএম সাত্তারের সঞ্চালনায় সকাল ৭ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠেনের শুরুতে জাতীয় পতাকা(অর্ধনমিত) উত্তোলন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন চৌধুরী ।পতাকা উত্তোলন শেষে গাইবান্ধা পৌরপার্কে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে প্রতিষ্ঠান হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় দিবসটিকে বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় উল্লেখ করে অধ্যক্ষ বলেন, দেশের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান শহীদ হন। একই সাথে শহীদ হন বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ অনেক নিকট আত্মীয়। এ নৃশংস ঘটনা কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা- বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় আল্লাহর অশেষ রহমতে বেচেঁ যান। জাতীয় শোক দিবসে জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করতে হবে। বঙ্গবন্ধুর ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রাজিউল বকশ মুরাদ,প্রভাষক সঞ্জীব কুমার সরকার,প্রভাষক শ্যামল চন্দ্র বর্মণ, সিনিয়র সহকারী শিক্ষক আবুল কাসেম,সহকারী শিক্ষক অশোক কুমার সাহা, শাহ মো.জাহেদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ অাগস্টের সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সহকারী শিক্ষক মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *