জাতির জনকের প্রতি ফ্রেন্ডস ক্লাবের বিনম্র শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।
কোভিড-১৯ এর কারণে সীমিত পরিসরে আয়োজন করা হলেও সকলের উপস্থিতি ছিল স্বতস্ফূর্ত।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবি, কেন্দ্রীয় সদস্য মোঃ হানিফ মিয়া, অরুণ দাস, প্রবাসী শাখার সাধারণ সম্পাদক গাজী শাহজালাল, তিতাস উপজেলা শাখার সভাপতি মোঃ সবুজ মিয়া, সৌরভ, শামীম শান্ত, জীবন মিয়া, কাদির মিয়া, রকিব উদ্দিন ও সাজ্জাত হোসেন শ্যামল প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এইবারও ফ্রেন্ডস ক্লাব জাতীয় শোক দিবসটি গুরুত্বের সাথে পালন করেছে। ফ্রেন্ডস ক্লাব মনে করে বঙ্গবন্ধু কারো একার সম্পত্তি নয়। কিংবা কোন বিশেষ দলের নয়। তিনি দলমত নির্বিশেষে সবার। সকলের উচিত তাঁকে স্মরণ করা করা। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।