কচুয়ায় এক প্রসূতির পাঁচ সন্তান প্রসব
মোহাম্মদ বিপ্লব সরকার : কচুয়ায় মারুফা নামে এক প্রসূতি ৫ সন্তান প্রসব করার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার বড়কড়ি এলাকার কৃষক ইউনুছ মিয়ার সাড়ে পাঁচ মাসের অন্তসত্তা স্ত্রী মারুফা বেগমের প্রসব ব্যথা শুরু হয়। ওই দিন বিকাল সাড়ে পাঁচটায় মারুফা(২৫) কে কচুয়া পৌরসভার বেসরকারি ক্লিনিক কচুয়া টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাত আনুমানিক সাড়ে আটটার সময় মারুফা ওই বেসরকারি ক্লিনিকে জীবিত ৪ ছেলে ও ১ মেয়ে সন্তান প্রসব করে। প্রসবের আধা ঘন্টার মধ্যে ৩ ছেলে বাচ্চা মারা যায়। রাত নটায় পর ১ ছেলে ১ মেয়েকে নিয়ে বাড়ি গেলে বাকী দুজনও মারা যায়। কচুযা টাওয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সিনথিয়া সাহা জানান ডেলিভারী পেইন শুরু হলে মারুফাকে আমাদের ক্লিনিকে নিয়ে আসা হয়। পাঁচটি বাচ্ছা নরমাল ডেলিভারী হয়। প্রি ম্যাচুউড(অপরিপক্ক) হওয়ার কারনে বাচ্ছাগুলি মারা যায়। মারুফা বেগমের স্বামী ইউনুছ মিয়া জানায় সে ৭ বছর পূর্বে বিয়ে করার পর সাড়ে পাঁচবছর পূর্বে স্ত্রী মারুফা প্রথম সন্তান সম্ভবা হয়।