মুরাদনগরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে অনলাইন ক্লাস
আবুল কালাম আজাদ ভূইয়াঃ মুরাদনগরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে অনলাইন ক্লাস বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ‘ঘরে বসে শিখি’ এর অংশ হিসাবে ক্লাস চালু করেছে। আর এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে উৎসাহী হওয়ায় অনলাইনে ক্লাস নিচ্ছেন। শিক্ষকরা জানান, ঘরে বসে শিখি এর অংশ হিসেবে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইনের মাধ্যমে পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের বাড়িতে বসে লেখাপড়ার জন্য পাঠ্যসূচি তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও অডিও ও ভিডিও কলের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের পড়া বুঝিয়ে দেয়া হচ্ছে। মুরাদনগরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গেয়াস উদ্দিন সরকার,রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যায়ল রেবেকা সুলতানা, আলগি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভারপাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন, মুরাদনগর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাসুমা আক্তরসহ মুরাদনগর উপজেলা বিভিন্ স্কুল প্রধান ও সহকারী শিক্ষকরা।