রূপগঞ্জে প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত
মোঃ সোহেল কিরণ, নারায়নগঞ্জ প্রতিবেদকঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতাবৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইন্সটিটিউট মেরিন টেকনোলজির সিনিয়র ইন্সট্রাকচর প্রকৌশলী তকিউদ্দিন সাফি, প্রকৌশলী হাফিজ জামান, অবনি রঞ্জন হাওলাদার, রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) আল-মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম।এ সময় বক্তারা বলেন বুঝেশুনে বিদেশ গেলে কখনো প্রতারিত হবেননা, বাংলাদেশ সরকার বিদেশ যাওয়ার জন্য অনেক কর্মসংস্থান করেছে নতুনরা প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে নিজে ও পরিবার নিরাপদে থাকবে।