চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক ভাবে দু তরুনীর আত্মহত্যার চেস্টা
মোহাম্মদ বিপ্লব সরকার ॥ জেলার ফরিদগঞ্জ উপজেলায় পরিবারের সাথে অভিমান করে দু তরুনী আত্মহত্যার চেস্টা করেছে। তাদের কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় তাদের কে হাসপাতালে এনে ভর্তি করা হয়। ফরিদগঞ্জ উপজেলার হাসা গ্রামের মৃধা বড়ির মনির হোসেন মৃধার কণ্যা মিতু আক্তার(১৬)কে তার মা পড়া লেখা করার জন্য ডাক দেয়।তাছাড়া মিতু নবম শ্রণীতে পড়া লেখা করলে ও প্রেমে জরিয়ে পরে। সে জন্য তাকে তার মা বকা ঝকা করে। পরিবারের সাথে অভিমান করে মিতু ক্ষেতের পোকা মারার ঔষধ খেয়ে আত্মহত্যার ব্যর্থ চেস্টা চালায়। অপর দিকে একই উপজেলার শ্রী কালিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার (১৮)মায়ের সাথে অভিমান কররে অতিরিক্ত মাত্রায় ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেস্টা করে।তাকে তার মা ও আত্মিয় স্বজন সন্ধ্যা ৭টটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে