লালপুরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু
সালাহ উদ্দিন,নাটোর প্রতিবেদক : নাটোর লালপুরে মাইক্রো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজল (২৩) নামে এক যুবকের মৃত্যু ও অাহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (২০আগস্ট) দুপুর ১২ টায় লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার জোতদৈবকি গ্রামের মোঃ সাজ্জত আলীর ছেলে ও অাহত অাশিক (২৪) উত্তর লালপুর গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় মাইক্রো ওমোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হলে তাদেরকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সজলের অবস্থা অাশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।