মুরাদনগরে যুবককে পিটিয়ে হত্যা

Spread the love

কুমিল্লা প্রতিনিধিঃ নেশার টাকা না পেয়ে মাকে গালমন্দ করায় ক্ষিপ্ত হয়ে মামাত ভাই পিটালে ঘটনাস্থল মৃত্যুবরণ করেন এক যুবক। এঘটনা কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানায়।নিহত যুবক মোঃ ডালিম(৩৫) ওই উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিন নগর গ্রামের মৃতঃ হালিম মিয়ার ছেলে। নিহতের মা জোৎনা বেগম বলেন, আমার ছেলে প্রায়ই বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে টাকা নিতো। যখন জানলাম, সে মাদকাশক্ত তখন টাকা দেওয়া বন্ধ করে দেই। টাকা না পেলেই আমাকে বকাঝকা ও ঘরের আসবারপত্র ভাংচুর করতো। গতকাল মঙ্গলবার দুপুরে সে আমার কাছে টাকা চেয়ে না পেয়ে আমাকে গালমন্দ করে। এসময় আমার ভাই আতশ আলী ছেলে ফারুক(৩২) তাকে লাঠি দিয়ে দু’্একটি পিঠা দিলে ডালিম দৌড় দেয়। কিছু দূর গিয়ে সে মাটিতে পরে গেলে তার মাথা ফেটে যায়। এঅস্থায় ডালিমকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।নিহতের ফুফাতো ভাই ফারুক বলেন, ডালিম যখন আমার ফুফু জোৎসনা বেগমকে গালমন্দ করেন, আমি তাকে শাসনের উদ্দ্যেশে তাকে দুটি বারি মারলে দৌড়ে পালাতে গিয়ে মাটিয়ে পরে গিয়ে তার মাথা ফেটে যায়। তাৎক্ষনিক তাকে আমরা মুরাদনগর হাসপাতালে নিয়ে আসি। মুরাদনগর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আমিননগর গ্রামের ইব্রাহীম বলেন, ডালিম মাদকাশক্ত তার মাকে টাকার জন্য প্রায়ই মারধর করতো। মা জোৎসনা বেগম সন্তান ডালিমের সুখের আশায় মারধর হজম করতো। ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, ডালিম মাদকাশক্ত ছিল। শাসনের উদ্দেশ্যে তার ফুফাতো ভাই তাকে মারধর করে।জ্ঞানহারা অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। বাঙ্গরা বাজার থানা অফিসার ইনর্চাজ(ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের মা জোৎসনা বেগম কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *