রূপগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ সোহেল কিরণ,নারায়ণগঞ্জ প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) বিকালে উপজেলার হাটাবো আতলাশপুর এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার। এসময় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজির আহাম্মেদ খান, ইমন, নাজমুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম খোকন, সাদ্দাম হোসেন অপু, সাংগঠনিক সম্পাদক মিরাজ মোল্লা, রুবায়েত হাসান রাকিব, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত প্রমুখ। সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সে লক্ষে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে একযোগে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।