চাঁদপুরের হাট বাজারে কাঁচা মরিচে ঝাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩শ থেকে সাড়ে ৩শ টাকায়
মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুর জেলার সকল হাট বাজারে কাচাঁ মরিচে ঝাল বেরেছে। হঠাৎ করেই কাঁচামরিচের দাম আকাশ ছোঁয়া । কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণেরর চেয়ে দ্বিগুন। এমনকি কোনো কোনো বাজারে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা ছুঁয়েছে। গত কয়েক দিন আগে ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে । চাঁদপুরে আকর্ষিক বন্যা আর কয়েক দিনের টানা বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম অস্বাভাবিক বেড়েছে বলে পাল বাজারের পাইকারি বিক্রেতারা জানান। এতে বাজারে গিয়ে মরিচ কিনতে গিয়ে রীতিমত হিমসিমে পড়ছেন ক্রেতারা। পাইকারি বাজারে কৃষকদের দাবি অতিবৃষ্টিতে অধিকাংশ মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় পাইকারিদের চাহিদা পূরণ না করতে পেরে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। তবে তা ববেশি দিন এমন পরিস্হিতে থাকবে না। সহসাই মরিচের দাম কমবে। এ ব্যাপারে চাঁদপুর জেলা বাসী ভোক্তা অধিকার সংরক্ষণ এর মনিটরিং কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। তবে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি কারণে অনেক চাষকৃত মরিচের জমি নস্ট হয়ে গেছে। এছাড়া উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সবমিলিয়ে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। গতকাল সোমবার শহরেন পাল বাজারেন পাইকারি আড়ৎ ঘর গুলোতে গিয়ে দেখা যায় পাইকারি প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০/ ২৬০ টাকা দরে। তা কিনে নিয়ে খুচরা বিক্রেতারা ৩২০থেকে সাড়ে ৩ শ টাকা টাকায় বিক্রি করছে।