কুমিল্লা মেঘনায় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময়
আবুল কালাম আজাদঃ নৌকা প্রতীকের বিরোধীতাকারীরাই আওয়ামীলীগের বিরুদ্ধে নানাহ ষড়যন্ত্র করছেন উল্লেখ করে মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল্লাহ মিয়া রতন বলেন- বিভিন্ন অনলাইন,ফেইসবুক আর সংবাদ মাধ্যমে আওয়ামীলীগের বিরুদ্ধে কতিপয় মেঘনা বিভিন্ন পর্যায়ের নির্বাচনে পরাজিত প্রার্থীরা বিরুদ্ধাচারণ করছেন। তিনি বলেন-যা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আওয়ামীলীগের উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই ওইসব নৌকার বিরোধীকারীদের বক্তব্য গণমাধ্যমে প্রচারের আগে যাচাই করে প্রকাশের অনুরোধ করেন। আমাদের নেতৃত্বে মেঘনা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো অত্যান্ত সুসংগঠিত। সরকারের উন্নয়নে এরা ঈর্ষাপরায়ণ হয়েই সাংবাদিকদের ভ্রান্ত তথ্য দিয়ে অপ্রচার চালাচ্ছেন।সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদেও সাথে মতবিনিময়কালে মেঘনা উপজেলঅ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এমরান হোসেন আকাশ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. হুমায়ন মৃধা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সেলিম আহমেদসহ স্থানীয় ও জেলার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সকালে উপজেলার মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক ও উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল্লা মিয়া রতন সিকদারের বিরুদ্ধে নানাহ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন গত নির্বাচনে পরাজিত প্রার্থী।