বাঞ্ছারামপুর হাবিবা আক্তার আক্তার নামে একটি মেয়ে হরিয়েছে
লামিয়া আক্তার হিরামনি,বাঞ্ছারামপুর প্রতিবেদকঃ হাবিবা আক্তার (২১) নামের একটি মেয়ে হারিয়েছে। মেয়েটি’র বয়স ২১বছর।গত ২৩শে আগষ্ট/২০২০খ্রিঃ সকাল ৯ ঘটিকা সময় হাবিবা আক্তার একটি মেয়ে শশুর বাড়ী যাবে বলে ঘর থেকে বের হয় ! এখন পর্যন্ত সে বাসায় ফেরেনি এবং তার কোন খোঁজ খবর ও পাওয়া যাচ্ছে না । বিভিন্ন হাসপাতালে খোজ নেয়া এব্যাপারে হয়েছে।বান্ছারামপুর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।মেয়েটির সন্ধান পেলে নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান মেয়ে বাবা মাওলানা মোস্তফা কামাল।মেয়েটি ঠিকানাঃ নাম:- হাবিবা আক্তার (২১) পিতার নাম:মাওলানা মোস্তফা কামাল,গ্রাম :পূর্বহাটি মধ্যপাড়া,ইউনিয়ন: ফরদাবাদ, থানা:বান্ছারামপুর,জেলা:বি-বাড়ীয়া,মোবাইল: ০১৮৪০০৪৮৪১৮।