লালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
নাটোর প্রতিবেদক : নাটোরের লালপুরে বিষধর সাপের কামড়ে মুনিয়া (৪) নামের এক শিশুর হয়েছে। উপজেলার মনিহারপুর গ্রামের মোঃ আব্দুল আলিম (মদনের) মেয়ে। শুক্রবার (১১ সেপ্টন্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০ সেপ্টন্বর মুনিয়া তার ভাই ও মায়ের সাথে পার্শ্বেবর্তী থানা বাঘা, আড়পাড়া গ্রামে ফুপাতো ভাইয়ের সুন্নাতে খানার দাওয়াত খেতেগিয়ে মাঝরাত ৩টার ঘুমের ঘরে মুনিয়াকে বিষধর সাপ দংশন করে। পরিবারের লোকজন তাকে রাতেই রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মুখে বুভড়ি উঠে মারা য়ায়। এ ব্যাপারে দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং শোকহত পরিবারে সমবেদনা জানান।