কুমিল্লার লাকসামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক

Spread the love

শাকিল মোল্লাঃ কুমিল্লার লাকসামে গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন উপকরন বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উন্নত দেশ গড়তে সকলকে সুস্থ থাকতে হবে। তাই সকলে স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালণা করতে হবে। তাহলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হবে। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা প্রমুখ।এ সময় বিভিন্ন প্রকলেপর অধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী নগদ অথ,  মশক নিধনের মেশিন, অক্সিজেন সিলিন্ডার ও গাছের চারা বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *