হোমনায় ৪মাস পর ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
আবুল কাশেম ভূইয়া,তিতাস প্রতিবেদকঃ হোমনায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামী আবদুল মতিনকে (৬০) ৪মাস ১২দিন পর গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
গত ১৭সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া সিরাজউদ্দিন রোডের একটি অটো গ্যারেজের সামনে থেকে হোমনা থানার এসআই মো. সেকান্দার মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়।
কুমিল্লা জেলা হোমনা থানা অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হোমনা উপজেলার শ্রীমদ্ধী গ্রামের মৃত লালু মিয়ার ছেলে আব্দুল মতিনকে (৬০) একমাত্র আসামী করে হোমনায় মামলা নং ৩, তাং ০৫/০৬/২০২০ইং রুজু করে।
ঘটনার পর থেকেই সে পলাতক ছিলো। টঙ্গি এলাকায় একটি অটো গ্যারেজে অটোরিক্সা চালাতো। আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।