কুমিল্লায় ১২জন করোনা ভাইরানে আক্রান্ত হয়েছে। ১জন মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ নতুন করে আজ কুমিল্লায় ১২জন করোনা ভাইরানে আক্রান্ত হয়েছে। ১জন মৃত্যু। কুমিল্লা ১২টি উপজেলা মোট আক্রান্ত হয়েছে ১৭১জন। মুরাদনগর উপজেলা ১০জন। নাঙ্গলকোট উপজেলায় ২জন। মৃত্যুবরণ করেছেন ১জন। বুধবার কুমিল্লা ১২টি উপজেলা মোট আক্রান্ত হয়েছে ১৭১জন। মৃত্যুবরণ করেছেন ৯জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৩৯জন বাড়ী ফিরেছেন। কুমিল্লা সিভিল সার্জন কার্যলয়ের সূত্রে মতে, করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা দেবিদ্ধারে ৪২জন, মুরাদনগর ২৯জন, মুরাদনগরে একই পরিবারের, উত্তরত্রিশ গ্রামের ৫ জন, সুরানন্দি ২জন, নাগেরকান্দি ১জন, মুরাদনগর সদর ১জন, রহিমপুর ১জনমোট ১০ জন লাকসামে ১৪জন।চান্দিনায় ১২জন, তিতাস ১১জন, বরুড়ায় ১০জন, কুমিল্লা নগরীতে ১১জন, কুমিল্লা সদর দক্ষিণ ৩জন, দাউদকান্দি ৮জন, বুড়িচং ৮জন, মনোহরগঞ্জ ৫জন, ব্রাক্ষণপাড়া ২জন, হোমনা ২জন, আদশ সদর ২জন, মেঘনা ২জন, লালমাই ২জন, নাঙ্গলকোট ৪জন, চৌদ্দগ্রাম ২জন, কুমিল্লা মেডিকেল কলেজে ১জন, কুমিল্লা সিটি কপোরেশনে ১জনসহ করোনা ভাইরানে মোট আক্রান্ত সংখ্যা ১৭১জন। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক(এফবি) পেইজ সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ৩৯৯৫জন। রির্পোট পাওয়া গেছে ৩৪৫৩জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *