আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন
আবুল কালাম আজাদ ভূইয়াঃ হেফাজত ইসলামের আমীর বাংলাদেশ কওমী শিক্ষা বোর্ড চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের ২বার সাবেক সভাপতি ও কুমিল্লা-৩,মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন(এফসিএ) শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের খ্যাতিমান আলেম আল্লামা শাহ আহমেদ শফী হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করছি। মরহুমের শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি।
পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুরা আল-ইমরান, আয়াত: ১৮৫।’ একই সুরার ১০২নং আয়াতে বলা হয়েছে, ‘হে ঈমানদার গণ,তোমরা আল্লাহকে ভয় কর, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।’ মহান আল্লাহ আমাদের প্রত্যেককে মুমিন হিসেবে কবুল করুন। আল্লামা শাহ আহমেদ শফী হুজুরকে মহান আল্লাহ পাক বেহেশত নসিব করুন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে হাটহাজারী মাদ্রাসা থেকে ফায়ার সারভিসের অ্যামবুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় শুক্রবার বিকেল চারটায় দিকে িএয়ার অ্যামবুলেন্সে হেলিকপ্টারযোগে ঢাকার আজগর আলী হসপিটালে নিয়ে গেলে সেখঅনে তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় টা ২০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের শীর্ষ কওমী আলেম আল্লামা আহমদ শফীর শরীরে বাসা বেঁধেছিলো নানা রোগ। ১০৫ বছর বয়সী এ প্রবীন আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।