রূপগঞ্জে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামী পরিত্যক্তা ভাতা বিতরণ
মোঃ সোহেল কীরণ,নারায়ণগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামী পরিত্যক্তা অসহায় ১২’ শ মহিলাদের মাঝে ভাতা হিসেবে নগদ ৬ হাজার টাকা ও বই বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার তারাবো পৌরসভা অডিটোরিয়ামে, উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও ভুলতা স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে পৃথক পৃথক ভাবে এ ভাতার টাকা ও বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। এসময় বক্তব্য রাখেন তারাবো পৌর মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সোলাইমান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ অন্যান্যরা।