বাংলাদেশ শিক্ষক সমিতি’র তিতাস উপজেলা শাখার কমিটি গঠিতঃ সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক বশির আহমেদ

Spread the love

হালিম সৈকত,কুমিল্লা প্রতিবেদকঃ সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতি তিতাস উপজেলা ৫১সদস্য শাখার কমিটি গঠন করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকাল মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের অফিস কক্ষে সভাপতিত্ব করেন জেলা কমিটির নেতা ও তিতাস উপজেলা শাখার সাবেক সভাপতি মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক। বর্তমান কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ।সিনিয়র সহ সভাপতি হয়েছেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন,  সহ সভাপতি কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী গোফরান খান ও সাংগঠনিক সম্পাদক জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহুমায়ূন কবির। কমিটির অন্যান্য পদগুলো পরে ঘোষণা হবে বলে জানান সভাপতি ও সাধারণ সম্পাদক।এ সময় উপস্থিত ছিলেন নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম,  ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ,গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিদুল ইসলাম,কাপাসকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান,বেগম ফজিলতেরনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন ও কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুমন মিয়া প্রমুখ।কুমিল্লার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সকলের মতামত ও ঐক্যবদ্ধ  প্রচেষ্টায় এই ৫১সদস্য নতুন কমিটি গঠিত হয়।          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *