মুরাদনগরে দিন-দুপরে পিস্তল ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

Spread the love

আবুল কালাম আজাদ:কুমিল্লার মুরাদনগরে দিন-দুপুরে পিস্তল ঠেকিয়ে এজেন্ট ব্যাংকিং এর ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রায়তলা-দারোরা সড়কের পদুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ উক্ত ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়া (২১) নামক এক যুবককে আটক করেছে। পুলিশ ও ভূক্তভোগির সাথে কথা বলে জানা যায়, আল-আরাফাহ ইসলামী ব্যাংক দারোরা এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার ইবরাহিম খলিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কোম্পানীগঞ্জ আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ৭ লাখ টাকা তোলেন। সেই টাকা নিয়ে সিএনজি চালিত অটো রিকশা যোগে দারোরা এজেন্ট ব্যাংকিং শাখায় যাচ্ছিল। গাড়িটি পদুয়া মোড় অতিক্রম করার সময় অপর দিকে থেকে একটি সিএনজি চালিত অটো রিকশা টাকা বহনকারী সিএনজিটিকে গতিরোধ করে। তখন ওই সিএনজি থেকে ৪ যুবক অস্ত্রসস্ত্র নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক দারোরা এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার ইবরাহিম খলিলের মাথায় পিস্তল ঠেকিয়ে মুহূর্তের মধ্যেই টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাদিপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। শাহজাহান মিয়া পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন যাবত উপজেলার নহল চৌমুহনী গ্রামের লতিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকে।মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ জানান, উক্ত ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মামলার প্রক্রিয়া চলছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *