মুরাদনগরে পায়ব হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে আদলতে অভিযোগ পত্র দাখিল

Spread the love

কুমিল্লা প্রতিবেদকঃকুমিল্লা মুরাদনগর উপজেলার পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ আদালতে অভিযোগ দাখিল করেছে জেলা গোয়েন্দা শাখার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগ পত্রে জানা যায় যে, মামলার বাদী মোঃ আনোয়ার হোসেন পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অাসামী মোঃ মমিনুল ইসলাম উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। অাসামী মোঃ খোরশেদ আলম উক্ত বিদ্যালয়ের অফিস সহকারী। গত ২১ মার্চ ২০২০ ইং অাসামী জামাল ও নাঈম বিদ্যালয়ে অনধিকার প্রবেশ করে বাদীকে হত্যার চেষ্টা করে। এ ঘটনার বিষয়ে বিচার চেয়ে বাদী জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।বিবাদীরা এতে ক্ষিপ্ত হয়ে বাদীকে হত্যার করার ষড়যন্ত্র করে আসছে। গত ২৪ মার্চ ২০২০ ইং সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময়ে দেবিদ্বার থানা এলাকায় বাসায় যাওয়ার পথে পান্নার পুল টু বাখরাবাদ রাস্তায় ফতেহাবাদ গ্রাম গামী তিন রাস্তার মোড়ে পৌছা মাত্র আগ থেকে ওৎ পেতে থাকা বিবাদীরা বাদীর মটর সাইকেল আটকিয়ে মটর সাইকেল থেকে নামাইয়া ধারালো অস্ত্রদ্বারা কোপাইয়া জখম করে পটেক থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে হুমকি ধমকি দিয়ে চলে যায়। বাদীর সাথে বাদীর শ্যলক ময়নাল হোসেন ছিল, তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন বাদীকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মামলার তদন্ত কর্মকর্তা (ডিবি) অফিসার এ,বি,এম গোলাম কিবরিয়া এর অধিকতর তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রামানে বাদীর এজহার নামীয় আসামী মোঃ মমিনুল ইসলাম (৪৪)পিতা মৃত আজগর আলী,মোঃ জামাল মিয়া (৪৭) পিতা ফরিদ মিয়া ও মোঃ নাঈম (২৫) পিতা খোরশেদ আলম এদের বিরুদ্ধে দঃ বিঃ ৩৪১/৩২৩/৩৭৯/১১৪/৬০৬ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় এবং বিবাদী মোঃ খোরশেদ আলম (৫০) পিতা মৃত হাজী আব্দুল গনি সাং পায়ব থানা মুরাদনগর জেলা কুমিল্লার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দায় হতে অব্যাহতি দানের প্রার্থনা জানিয়ে প্রমাণিত আসামীদের বর্ণিত ধারায় প্রকাশ্য আদালতে বিচারের প্রার্থনা করে দেবিদ্বার থানার অভিযোগপত্র নং-১৪১, তারিখ ১০/০৯/২০২০ ইং ধারা ৩৪১/৩২৩/৩৭৯/১১৪/ ৫০৬ দঃ বিঃ মতে বিজ্ঞ আদালতে দাখিল করেন। এ বিষয়ে মামলার বাদী অানোয়ার হোসেন বলেন, ন্যায় বিচারের জন্য অামি অাদালতে মামলা দায়ের করি,অাদালত মামলাটি অামলে নিয়ে জেলা গোয়েন্দা শাখাকে তদন্ত দিলে,তদন্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা অাদালতে এজহার নামীয় ৩ অাসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। অাশা করি আমি অাদালতে ন্যায় বিচার পাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *