সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষন বিরোধী আলোক প্রজ্জ্বলন কর্মসূচী
নারায়ণগঞ্জ প্রতিবেদকঃ ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোক (মোমবাতি) প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী রায়হান হৃদয়ের নেতৃত্বে উপজেলার দড়িকান্দি এলাকায় গাজী সেতু চত্ত্বরে ধর্ষণের বিরুদ্ধে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবী এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’র দাবীতে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী পালন। এই সময় উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ নেতা নাঈম মিয়া, জিসান আহমেদ, সাকিব আহমেদ , সোহান মিয়া, নাহিদ আহমেদ সহ কলেজ শাখা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ ।