নরসিংদী মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া জেলের লাশ উদ্ধার

Spread the love

রাব্বী মোল্লা,বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিবেদকঃ নরসিংদীর করিমপুরে মেঘনা নদীতে ডুবে যাওয়া জেলে বজলু মিয়া (৬২)এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় ৫ ঘন্টা চেষ্ঠার পর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর এলাকার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বজলু মিয়া শ্রীনগরের পঞ্চবটি এলাকার মৃত জিন্নত আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বজলু মিয়া শ্রীনগর এলাকার পাশে মেঘনায় পেতে রাখা মাছ ধরার চাই তুলতে নদীতে নামে। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরেও নদী থেকে উঠে না আসায়, বজলু মিয়ার সাথে নৌকায় থাকা একটি শিশু ডাক-চিৎকার শুরু করলে এলাকা বাসী ছুটে এসে নদী থেকে বজলু মিয়াকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে কয়েক ঘন্টা চেষ্টা করে বিকেল ৫টার দিকে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে। নরসিংদী ফায়ার সাভির্স এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া বজলু মিয়ার লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *