তিতাসে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
হালিম সৈকত,কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।”নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখি সমৃদ্ধ বাংলাদেশ।” “বন্ধ হউক নারী নির্যাতন, নিশ্চিত হউক দেশের উন্নয়ন।” “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি।” এই শ্লোগানে সারাদেশের ন্যায় ভিটিকান্দি ইউনিয়নেও ১৭ অক্টোবর শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা ও তিতাস থানার এসআই রহমত উল্ল্যাহ। এসআই রহমত উল্লাহ ভিটিকান্দি ইউনিয়ন বিট (৬) পুলিশিং এর দায়িত্বে রয়েছেন। আরোও বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম প্রথম শুরু হয় লন্ডনে। বাংলাদেশেও এই কার্যক্রম শুরু হয়েছে। আপনাদেরকে এখন থেকে আর থানায় যেতে হবে না। বিট পুলিশের মাধ্যমে স্থানীয় যে কোন সমস্যা আপনারা জানাতে পারবেন। বিশেষ করে মাদক, ইভটিজিংসহ রাজনৈতিক যে কোন সমস্যাও আপনারা জানাতে পারবেন। কেউ যদি নাম প্রকাশ করতে না চান, নাম গোপন রাখা হবে।ভিটিকান্দি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন।
জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মেম্বার, মোঃ মোক্তার হোসেন মেম্বার, সাইজুদ্দিন মেম্বার, আবদুল্লাহ মেম্বার, মোশাররফ হোসেন সরকার মেম্বার, জোৎস্না বেগম মেম্বার, সুমি বেগম মেম্বার , মোসাম্মাৎ মায়া বেগম মেম্বার ও জহিরুল ইসলাম প্রমূখ।প্রয়োজনে যে কেউ বিট -৬ অফিসার ০১৩২০১১৪৩৭১, অফিসার ইনচার্জ ০১৩২০১১৪৩৬০, মুরাদনগর সার্কেল ০১৩২০১১৩৯৫১ ও মোঃ আবুল হোসেন মোল্লা চেয়ারম্যান ০১৭১৩০০৭০৬২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।